হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগান মন্ডবগড় সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজন করা হয় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
গতকাল ১০ নভেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেমা চা বাগানে চলা এ ক্যাম্পে দুইজন অভিজ্ঞ চিকিৎসক প্রায় দুই শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান।
উদ্বোধনকালে তিনি বলেন, “চুনারুঘাট-মাধবপুর অঞ্চলে ২৪টি চা-বাগান রয়েছে, কিন্তু এসব বাগানের শ্রমিকরা এখনও প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত। তাদের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমি তাই করব ইনশাআল্লাহ।”
ক্যাম্পের সভাপতিত্ব করেন রেমা চা বাগান পঞ্চায়েত সভাপতি তনু মুন্ডা এবং পরিচালনা করেন মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরুল ইসলাম সাজল, রেমা চা বাগান পঞ্চায়েত সম্পাদক ডিগ্রেট বেনার্জী, এবং স্থানীয় প্রতিনিধি পিন্টু দাশ পাইনশা ও রাধাকৃষ্ণ কৈরি।
এছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলী,
টিম সদস্য খলিলুর রহমান, মাওলানা রায়হান উদ্দিন হবিগঞ্জী, মাওলানা আব্দুল মতিন, আ. ম. ম. লোকমান, ফারুক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা প্রদান করেন, ডা. আবু হাফস মোহাম্মদ, এমবিবিএস (সিইউ), সিএমইউ (আল্ট্রা),
এবং ডা. এস. এম. এ. আদিল, এমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম), এক্স-অনারারি মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
তারা মেডিসিন, মা-শিশু, চর্ম ও যৌন, বাত-ব্যথা, হরমোন, উচ্চ রক্তচাপ ও লিভার রোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম সাজল বলেন, “বাগান এলাকায় চিকিৎসা সেবার অভাব দেখে আমি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে প্রস্তাব দিই। তারা সাড়া দেওয়ায় এই আয়োজন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন মানবসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পকে কেন্দ্র করে রেমা চা বাগান এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় শ্রমিকরা জামায়াতের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।