খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নিন্ম বর্ণিত ইটভাটা সমূহে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভাটাগুলো হলো মেসার্স ফাইভ স্টার ব্রিকস দোহাখোলা বাঘাপাড়া যশোর। সিটি ব্রিকস,জামদিয়া, বাঘারপাড়া যশোর। মেসার্স রেজা ব্রিকস,দত্তের রাস্তা, বাঘারপাড়া,যশোর ও মেসার্স সাকো ব্রিকস,চাড়াভিটা, বাঘারপাড়া,যশোর। এই ৪ টি ইট ভাটায় সর্বমোট ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এছাড়াও ট্রাক্টর দিয়ে আনুমানিক ছয় লক্ষ কাচা ইট ধ্বংস ও এস্কেভেটর দিয়ে কিলন ভেঙে দেয়া হয়েছে।

উক্ত মোবাইল কোর্ট বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। মোবাইল কোর্টটি সার্বিকভাবে তদারকি করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।