১৯ অক্টোবর ২০২৫ রাজধানীর আদাবরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের নিজস্ব কার্যালয়ে—বাড়ি নং ৬, রোড নং ৬/এ, নবোদয় হাউজিং, আদাবর, ঢাকা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এস এম মোমো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় রাজনীতিবিদ মো. মঞ্জুর হোসেন ঈসা।
তিনি বক্তব্যে বলেন,
> “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশ্রমী মহিলা সমবায় সমিতির উদ্যোগ দেশব্যাপী নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাবে।”
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হচ্ছেন—
সভাপতি: এস এম মোমো
সহ-সভাপতি: ইলোরা ইয়াসমিন
সাধারণ সম্পাদক: লায়লা আক্তার
যুগ্ম সম্পাদক: মোসাঃ জেসমিন সুলতানা
কোষাধ্যক্ষ: হালিমা আক্তার
ব্যবস্থাপনা কমিটির সদস্য: নাসরিন আক্তার
নতুন কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় নারীদের কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা ঘোষণা করেন।
সভা শেষে অতিথি ও উপস্থিত সদস্যদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।