চুয়াডাঙ্গা জেলায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। রোববার সকাল ৯ টা পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্ম কর্তা রকিবুল ইসলাম। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
রোববার থেকে চারদিক কুয়াশায় ঢেকে থাকতে দেখা গেছে। উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া অনুভুত হচ্ছে। শহর ও গ্রামীণ অঞ্চলের মানুষজন বিশেষ করে সকাল-বেলার শ্রমজীবীরা এখন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। সন্ধ্যা নামলেই বাতাসে ঠান্ডার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।
আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রবিবুল ইসলাম বলেন, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরও বাড়তে পারে।
এদিকে, হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় জেলার নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। সকালে কুয়াশা আর শীতল বাতাসে কর্মজীবী মানুষের গতি কিছুটা ব্যাহত হচ্ছে।#