ময়মনসিংহ সিপিএসসি র্যাব ১৪কর্তৃক জেলার ত্রিশাল থানার দর্শন মামলার প্রদান দর্শক মোহাম্মদ আকমল হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত অভিযুক্ত মোঃ আকমল হোসেন (৩৮) ভিকটিমের প্রতিবেশী। গত ১৮ অক্টোবর ২০২৫খ্রিঃ অনুমান ভোর ০৫:০০ ঘটিকায় প্রকৃতির ডাকে সাড়া দিলে ভিকটিম বসতঘর সংলগ্ন টয়লেটে যায়। টয়লেট হতে বাহির হওয়া মাত্রই ধৃত ধর্ষক পিছন দিক থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক বসতঘর হতে প্রায় ১০০ গজ দুরে ধানক্ষেতে নিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে স্বামী আগাইয়া গেলে ধৃত ধর্ষক ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩০, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫)। মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষককে গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ধৃত প্রধান ধর্ষকের অবস্থান নিশ্চিত হয়ে ০৮ নভেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২০:৩০ ঘটিকায় সিপিসি-২, র্যাব-৪, নবীনগর, সাভার ঢাকা এর সহযোগিতায় সাভার থানার রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার প্রধান ধর্ষক মোঃ আকমল হোসেন (৩৮), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।