কুড়িগ্রামের উলিপুরে "ইসলামী আন্দোলন বাংলাদেশের" উলিপুর দক্ষিন থানা শাখা তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উলিপুর দক্ষিন থানাশাখা সভাপতি মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি ও ২৭ কুড়িগ্রাম- ৩ আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম- ৩ আসনে হাত পাখা মার্কার বিজয় হবে। কর্মীদের মাঠ পর্যায়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ইসলামী দল এক হয়েছে, এরই ধারাবাহিকতায় ইসলামের বিজয় নিশ্চয়ই হবে বলে জানা। প্রধান বক্তা কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহাজাহান মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের, শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, যুব আন্দোলনের সভাপতি আ,ন,ম আশিকুর রহমান, ছাত্র আন্দোলন সভাপতি কাজিউল সরকার, উলিপুর উত্তর থানা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সহঃ সভাপতি আব্দুর রশিদ, যুব সভাপতি সামিউল ইসলাম, দক্ষিন যুব সভাপতি মাওলানা জুবায়ের হাসান প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উলিপুর উত্তর থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম।