নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তার বাজার এবং দক্ষিন খড়িবাড়ী এলাকা হতে অবৈধভাবে পাথর উত্তোলন এবং বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন এবং মজুদের অপরাধে ০১ জন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে ১৫ (পনের) হাজার টাকা জরিমানা এবং একই সাথে নদী তীরবর্তী বিভিন্ন সাইট হতে আনুমানিক ১২ (বার) হাজার সিএফটি পাথর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়।
এসময় গ্রাম পুলিশ, ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বিক সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুজ্জামান বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।