সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকা থেকে ২৯৮ (দুইশত আটানব্বই) বোতল ফেনসিডিল (WINCEREX) সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প অদ্য ৬/১১/২০২৫ তারিখ সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর ইউনিয়নের গয়ড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ নয়ন মিস্ত্রি (২২), ২। মোঃ সাকিব গাজী (২৪), ৩। রাজু আহাম্মেদকে (২৬) গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে সর্বমোট ২৯৮ (দুইশত আটানব্বই) বোতল ফেনসিডিল (WINCEREX) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের কলারোয়া থানা, সাতক্ষীরা হস্তান্তর করা হয়।