ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় চলমান লোকাল গভর্নমেন্ট ২০২৫/২০২অর্থ বছরের নতুন প্রকল্পর অনুমোদন কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য নতুন করে নিম্নলিখিত প্রকল্পসমূহ অনুমোদিত হয়েছে।
১) ০৫নং ওয়ার্ডে গফরগাঁও কাঁচা বাজারে ২৪০ মিটার আর.সি.সি. রাস্তা নির্মাণ। দৈর্ঘ্য: ২৪০ মিটার।
২) ০৫নং ওয়ার্ডে গফরগাঁও কাঁচা বাজারে ০২টি (মাছ বাজার) শেড মেরামত।
৩) ০৯নং ওয়ার্ডে কেবিআই রোড হতে বদরুল আলম রোড ইউনিব্লক দিয়ে পুনর্বাসন ও উন্নয়ন। দৈর্ঘ্য: ৩১৫ মিটার।
৪) ০৮নং ওয়ার্ডে কেবিআই রোড হতে মার্কাজ মসজিদ পর্যন্ত ইউনিব্লক দিয়ে পুনর্বাসন ও উন্নয়ন। দৈর্ঘ্য: ৮৫ মিটার।
শীঘ্রই eGP প্রক্রিয়ায় টেন্ডারের মাধ্যমে প্রকল্পসমূহের ঠিকাদার নিয়োগ করা হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার
ও
প্রশাসক
গফরগাঁও পৌরসভা
গফরগাঁও, ময়মনসিংহ এ উক্ত প্রকল্প সমূহ অনুমোদিত হয়েছে বলে জানা যায়।