বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ই নভেম্বর বেলা ১০ টায় ডরপ অফিস মিটিং রুমে বাজেট বৈষম্যকে কেন্দ্র করে বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমানকে রহমানের সভাপতিত্বে উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকায় বিশুদ্ধ পানির সংকট, রাস্তা ঘাট সংস্কার, খাস পুকুর সংস্কার,জলবায়ুর ক্ষয়ক্ষতি থেকে উত্তরণ, কাঠের পুল নির্মান,কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা আরো উন্নতিকরন,টেংকির বরাদ্দ বাড়ানো,ইউনিয়ন পরিষদগুলোতে এলাকার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বাজেট বরাদ্দ বাড়ানো সহ বিভিন্ন ইউনিয়নের সমস্যার কথা তুলে ধরেন। সমস্যা গুলো সমাধনের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে দেন দরবার করা ও পিটিশন আকারে তুলে ধরার সিন্ধান্ত নেন।
সভায় বাজেট মনিটরিং ক্লাবের সহ- সভাপতি আবু সালেহ,সদস্য সচিব সওকাত চৌধুরী, সদস্য ও সাংবাদিক প্রতিনিধি গনেশ পাল,সদস্য ও সাংবাদিক শেফালী আক্তার রাখি,সদস্য মনিকা মিস্ত্রসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।