ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

৫ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান উপজেলা বিএনপি,
সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ। উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, মামুনুর রশিদ মামুন ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি, প্রেসক্লাব সম্পাদক
খুরশিদ আলম শাওন, সাংবাদিক বৃন্দ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।এ কর্মসূচির
মাধ্যমে এ বছর উপজেলার গমের বীজ ৫২০০,শরিষা ৫৯০০,পেয়াজ ৩০,চিনাবাদাম ২০ মোট ১১১৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।