ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা আজ ৪ নভেম্বর মংগলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
সভাপতির বক্তব্যে, আসন্ন ১৪ তম জাতীয় মহিলা ক্রিকেট লীগ ২০২৫-২৬ এ অংশগ্রহণকারী ময়মনসিংহ মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়বৃন্দ, কোচ ও টিম ম্যানেজমেন্ট প্রতি শুভকামনা জানান এবং একই সাথে জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।