মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৩ নভেম্বর) সকালে খামারপাড়া এনএসআই আলিম মাদ্রাসার আলিম বর্ষের নবাগত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেয় মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা।ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান প্রমুখ। এছাড়াও খামারপাড়া এন এস আই আলিম মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল সঞ্চালনায় উপস্থিত ছিলেন খামারপাড়া এনএসআই আলিম মাদ্রাসা শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জনি শেখ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তানজিদ শেখ, ছাত্রদল নেতা তানজিল, নাহিদ, রিফাতসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল শেখ বলেন, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে পাশে থাকতে চাই। ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সব ধরনের সহযোগিতামূলক কাজ করে যাব। শিক্ষার্থীদের ক্যাম্পাসে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূলভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান। তিনি আরো বলেন, মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মেদ এর নির্দেশে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির লিফলেট শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি।