মেহেরপুর গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউনিয়ন ( খ) শাখা বিএনপির উদ্যোগে ধানের শীষের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে যুগিন্দা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সদস্য, সাবেক জেলা যুবদলের কোষাধ্যক্ষ ও সাবেক ধানখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম।
ধানের শীষের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজপথের লড়াকু সৈনিক আসাদুজ্জামান বাবলু।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান,জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা,
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জাসাসের সভাপতি সুলেরী আলভী, যুবদল নেতা শাহিবুল ইসলাম, পৌর কাউন্সিল ও বিএনপি নেতা নাসির উদ্দিন,
ধানের শীষের কর্মী সভার সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ফারুক আহমেদ, এসময় কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটিল। গ্রাম বিএনপি রাশিদুল ইসলাম,চিৎলা গ্রামের বিএনপি নেতা আব্দুল মতিন প্রমুখ।

