গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে জৈনা বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবহন সেক্টরের শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর), বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে জৈনা বাজার শাখার কার্যক্রম শুরু হয়
সড়ক পরিবহন মালিক সমিতি স্কয়ার, মাষ্টারবাড়ি জৈনা বাজার শাখা
উদ্বোধনী অনুষ্ঠানটি জৈনা বাজার সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এই নতুন শাখাগুলো এলাকার পরিবহন মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যাত্রী সেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

