অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ভাষা আন্দোলন ও কৃষক আন্দোলনের মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী,
বিশেষ অতিথি ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আহসান উল্লাহ,
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক মজনু।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন, শুভেচ্ছা বক্তব্য রাখেন আরমান চৌধুরী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া আফরিন।
গুণীজন সংবর্ধনা ও পুরস্কার প্রদান
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়।
এর মধ্যে —
মানবাধিকার ক্ষেত্রে: মো. মঞ্জুর হোসেন ঈসা
সাংবাদিকতা ক্ষেত্রে: আরটিভির মাইদুল হক রুবেল
সঙ্গীত ক্ষেত্রে: জনপ্রিয় শিল্পী জেনস সুমন
এছাড়াও সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, ও উদ্যোক্তা উন্নয়নে অবদান রাখার জন্য আরও বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।
শেরে বাংলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা
আলোচনা সভায় বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন, কর্ম, ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন। তারা বলেন,
> “শেরে বাংলা ছিলেন বাঙালি জাতিসত্তার এক অনন্য প্রতীক। কৃষক-শ্রমিকের অধিকার রক্ষায় তাঁর অবদান আজও সমান প্রাসঙ্গিক।”
বক্তারা আরও বলেন,
> “বর্তমান প্রজন্মকে শেরে বাংলার চিন্তাধারা ও আদর্শ জানতে হবে— কারণ তিনি ছিলেন গণমানুষের নেতা, যিনি স্বপ্ন দেখেছিলেন দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের।”
মানবাধিকার নেতা মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন,
> “শেরে বাংলার রাজনৈতিক আদর্শ আজও আমাদের অনুপ্রেরণার উৎস। মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর পথ অনুসরণ করাই হবে তাঁকে সত্যিকারের শ্রদ্ধা জানানো।”

অনুষ্ঠানে বক্তৃতা, কবিতা পাঠ, ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেরে বাংলার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ শেরে বাংলার কর্মজীবনের উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেন।