ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা ও কর্মপরিকল্পনা নিয়ে উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্লান প্রণয়ন বিষয়ে আন্তঃ বিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। খুব দ্রুতই সকল কর্ম পরিকল্পনা সুবিন্যস্ত করে বাস্তবায়নের জন্য দপ্তরের মাধ্যমে ও পৃথকভাবে মাস্টার প্ল্যান তৈয়ারী করা হবে।
গফরগাঁও উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ৩১ অক্টোবর শুক্রবার সকালে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব)ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
উপস্থিত ছিলেন হায়দার আলী, যুগ্ম প্রধান,ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
দেবোওম সান্যাল,উপপ্রধান, ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান, ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী( সওজ),নির্বাহী প্রকৌশলী গণপূর্ত, সওজ,এলজিইডি, পিডিবি, পবিস ও জনস্বাস্থ্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার( ভূমি), অফিসার ইনচার্জ গফরগাঁও ও পাগলা থানা,
উপজেলা প্রাণিসম্পদ, কৃষি, মৎস্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রেলওয়ে স্টেশন মাস্টার, সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক বৃন্দ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তৃবৃন্দ।