বাগেরহাটের রামপালে ওসমান মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। তাকে হত্যা করা হয়েছে, না কি আত্মহত্যা করেছে তা তদন্ত করছে দুই থানার পুলিশ। মৃত্যুর ঘটনায় খুলনা সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) মাগরিবের পরে সময় উপজেলার ছোটনবাবপুর গ্রামের ওমর মোল্লার ছেলে বিষপান করেন। মুমুর্ষ অবস্থায় তার স্বজনেরা ওসমানকে রাত ৮ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুমেক হাসপাতালে রেফার করেন। সেখানে সে মারা যায়। পরে খুলনা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরিসহ হাসপাতাল থেকে ময়না তদন্ত করানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওসমান কে সোমবার মাগরিবের পরে তার পিতা ওমর আলি ও ভাই রাসেল মোল্লা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট করেন। এতে সে গুরুতর আহত হয়। এক পর্যায়ে মূমুর্ষ অবস্থার তার মুখে বিষ ঢেলে আত্মহত্যার খবর প্রচার করে। আর একটি সূত্র জানায়, পিতা ও ভাইয়ের মারপিটের পরে অভিমান করে ওসমান আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে নিহত ওসমানের পিতা ওমর আলী বা তার ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দৌড়ঝাপ শুরু করেছে বলে জানায় সূত্রটি।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, সকালে খুলনার সোনাডাঙ্গা থানা থেকে তারবার্তার মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং মরদেহ ময়না তদন্তের ব্যাবস্থা করা হয়েছে। যৌথভাবে আমরা ও খুলনা থানা তদন্ত করে দেখবো, এটি হত্যা না আত্মহত্যা? ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে।