চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়ী পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রণাধীন বোয়ালিয়া বটতলায় একটি চায়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, দর্শনা থানাধীন হিজলগাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বোয়ালিয়া গ্রামের মৃত, ইয়াছিনের ছেলে বুলবুলির চায়ের দোকানে গত ২৭ অক্টোবর দিবাগত মধ্য রাতে কে বা কারা ৭০ হাজার টাকার একটি এলইডি টিভি,বিড়ি, সিগারেট,কিছু নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।হিজলগাড়ি ক্যাম্প পুলিশের টহল এবং তৎপরতা জোরদারের দাবী জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, ইতোঃপূর্বে এই চায়ের দোকানে আরো ২ বার চুরি সংগঠিত হয়েছিলো।"