ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানে স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হয়। হঠাৎ দুদকের উপস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযানের নেতৃত্ব দেন দুদকের একটি বিশেষ টিম।
স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছেন ঠাকুরগাঁও দুদকের সহকারী পরিচালক ইমরান আলী।
তিনি বলেন ল্যাব সেবা থেকে শুরু করে সবখানেই অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
দুদক টিম সরেজমিন তদন্তে পায় অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের শোকজের নির্দেশ দিয়েছে দুদক।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের।