রংপুর নগরীর দর্শনা এলাকার অটো পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামান মানিকের হত্যার প্রতিবাদে সুবিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার ২৫ই অক্টোবর সকাল সাড়ে ১১টায় নগরীর দর্শনা মোড়ে মানববন্ধন করেন ১৫নং ওয়ার্ড বাসি,
এর আগে গত ২০২৩ সালের ২মে রংপুর সিটির ১৫নং ওয়ার্ড ইসলামপুরে টাকা ধার দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে মানিক মিয়াকে হত্যা করা হয়।
পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজাহাট থানায় বাদী হয়ে একটি মামলা করে মানিক মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার পপি। মামলার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় ২০২৩সালে ২২মে এলাকাবাসী ও ব্যবসায়ীরা দর্শনা মোড়ে একটি মানববন্ধন করে।এর প্রেক্ষিতে একই মাসের ২৭তারিখে হত্যাকারী মমিন মিয়াকে নগরীর হরিরামপুর এলাকা থেকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ।
কিন্তু পরবর্তীতে অল্প কিছুদিন পরেই জামিন পেয়ে কারা মুক্তি হয়। হত্যাকারী বর্তমানে মমিন মিয়াসহ হত্যায় জড়িত আসামিরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। নিহত মানিক মিয়ার স্বজনরা এবং এলাকাবাসী হত্যাকারী মমিনসহ জড়িতদের পুনরায় গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবিতে নগরীর দর্শনা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
নিহত মানিক মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার পপি মানববন্ধনে দাঁড়িয়ে বলেন,আমি এমন কোন প্রমাণ নাই যা প্রশাসনের কাছে দেই নাই।এরপরেও আমার স্বামীর হত্যাকারীদের বিচার হচ্ছে না।আসামীরা প্রকাশ্যে দিনে দুপুরে আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়।আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে আছি।বাচ্চাদের স্কুল কলেজে পাঠাতে ভয় পাই। প্রশাসন সরকার আর আপনাদের সবার কাছে হাতজোড় করে আবেদন করছি আমার স্বামীর হত্যাকারীদের সুবিচার যেনো করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর সিটির ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফীসহ এলাকাবাসীর পক্ষে আক্কেলপুর তরুন সংঘের সভাপতি রাসেল আহমেদ,দর্শনা মোড় অটো পার্টস ব্যবসায়ী আপেল মাহমুদ,রাজিব আহমেদ,মর্জিনা বেগমসহ স্থানীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা,প্রত্যেকেই হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবি জানান।