ময়মনসিংহ সিটি ও বিভাগ পর্যায়ের উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ অক্টোবর বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
প্রধান অতিথি বলেন, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি বিভাগ ও শহরকে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা প্রয়োজন। ময়মনসিংহ একটি সম্ভাবনাময় শহর। এখানে শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে দেশের অন্যতম আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তর করা সম্ভব। স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে ময়মনসিংহ হবে একটি পরিকল্পিত, সমৃদ্ধ ও আধুনিক নগরীর মডেল।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাস্টার প্ল্যান প্রণয়ন শুধু একটি নকশা নয়, এটি আমাদের ভবিষ্যতের উন্নয়ন রূপরেখা। শহরের জনজীবনের মান উন্নয়ন, যানবাহন ব্যবস্থাপনা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ রক্ষার মতো বিষয়গুলোতে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। আমাদের প্রত্যাশা, এই মাস্টার প্ল্যানে যেন প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুকে যথাযথভাবে চিহ্নিত করে কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবেই আমাদের প্রিয় ময়মনসিংহ নগরী তার কাঙ্ক্ষিত রূপে এক তিলোত্তমা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে পুনরায় গৌরব ফিরে পাবে। আটটি বিভাগের মধ্যে ময়মনসিংহ তখন গর্বভরে মাথা উঁচু করে দাঁড়াবে।
সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী এবং শিক্ষা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।