ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ অক্টোবর সকালে উপজেলা হলরুমে নবাগত ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মজিবুর রহমান, আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি রফিক, জামায়াতে ইসলামী আমির রফিকুল ইসলাম, নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, কৃষি কর্মকর্তা কৃষি বিদ সহিদুল ইসলাম,সাব রেজিস্টার নাহিদ,
প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুনর রশিদ মামুন, চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল বারি, শরৎচন্দ্র রায়, প্রধান শিক্ষক রুহুলআমিন, প্রেসক্লাব পুরাতনের সভাপতি শফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি তারেক, হাবিবসহ আরো অনেকে।