বাংলাদেশ জামায়াতে ইসলামী,জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা গোপালপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ১নং ও ৫নং ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়ামুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় শেষ পর্যন্ত ১নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,যুব সমাজের মেধা, মনন ও শক্তিকে ইতিবাচক ধারায় পরিচালিত করতে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা; এখানেও খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা উৎসাহিত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোয় গড়ে তুলে সমাজ পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, এবং ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের নেতা আবদুর রউফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক আমীর লুৎফর রহমান, আব্দুল খালেক, রমজান আলী, যুবনেতা ফিরোজ হোসেন, সোহান, ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ও যুবনেতা ইলিয়াস হোসেন এবং যুবনেতা সোহেল রানা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।