মাগুরায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩০ টার সময় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা কালচারাল অফিসের সহযোগিতায় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম আলোচনা সভায় বলেন, লালন সাঁই ছিলেন এক অসাম্প্রদায়িক মানবতাবাদী দার্শনিক, যিনি মানুষকে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর গান ও দর্শন আজও সমাজে সহনশীলতা, ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। লালন সাঁই কেবল একজন সাধকই নন, তিনি ছিলেন বাংলা সংস্কৃতি ও মানবতার এক চিরন্তন প্রতীক। তাঁর গান ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লালন শাহের বিভিন্ন লালনগীতি পরিবেশন করেন।পরিবেশিত সংগীত শ্রোতাদের মুগ্ধ করে।