জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান গেট সংলগ্ন পাঁচুরমোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
মানববন্ধনে বক্তব্য রাখেন—
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ সুজাউল করিম, কালাই উপজেলা আমীর মাওলানা মুনসূর রহমান,জয়পুরহাট শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, এবং আক্কেলপুর উপজেলা আমীর শফিউল আলম দিপু প্রমুখ।
বক্তারা বলেন,জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তারা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।