“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় পালিত হয়ে গেলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এসময় তিনি তার বক্তব্যে বলেন যে, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে দুর্যোগজনিত ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
আলোচনা সভা শেষে কালেক্টরেট চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।৷