কুড়িগ্রামের চিলমারীতে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপুর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে, আলহাজ্ব হযরত মাওলানা আবু তৈয়ব আলীর সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাযায়, ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী "অপুর্ব পাল" কর্তৃক পবিত্র কুরআন শরিফ অবমাননার করা হয়েছে। এই অবমাননার প্রতিবাদে রানীগঞ্জ ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা। ফকিরের হাট বাঁধের মোড় থেকে শুরু করে, ইউনিয়নের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে এসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন তারা। এ সময় বক্তারা, অপুর্ব পালের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসা প্রভাষক হযরত মাওলানা আজিজুল হক, আল-আমিন ইসলামিয়া একাডেমির নির্বাহী পরিচালক ও চড়ুয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন পাটওয়ারী, আলম মিয়া, লিমন শেখ, ছাদেকুল ইসলাম, হারুন অর রশীদ ও আইনুল ইসলাম আকাশসহ আরও অনেক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, চড়ুয়াপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু তৈয়ব আলী।