পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের উদ্যোগে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে শহরের ৫ রাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুজাম্মিল হক কাসেমীর পরিচালনায় এ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।