গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ঘটনাস্থলে ২ জন নিহত হন। গুরুতর আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে আরও ২ জন মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল জানিয়েছেন, নিহতদের নাম শনাক্তের কাজ চলছে।