জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর বিকাল ৫টায় পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা জনাব ফজলুর রহমান সাঈদ।
এছারাও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতে সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা।
বক্তারা বলেন আগামী যে নির্বাচন হবে তা পিআর পদ্বতিতে হতে হবে। একটি দল বলছে তারা পিআর বোঝে না। তারা এক সময় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বুঝতো না, যখন জামায়াত ইসলাম তত্ত্বাবধায়ক সরকার বুঝেছে তখন তারাও একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে। যখন জামায়াত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে তখন একটি দল ষড়যন্ত্র করছে। বিগত সরকারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ভোট ডাকাতি করতে না পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে। সকলকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যেন পূর্বের ন্যায় হাসিনা মার্কা নির্বাচন না হয়, দিনের ভোট রাতে না হয়,প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে।
বাংলাদেশকে একটি চাঁদাবাজ ও দুর্নিতী মুক্ত বাংলাদেশ গড়তে দাড়ি পাল্লায় পক্ষে জনমত গঠনের জন্য আহবান জানান।