খুলনার পাইকগাছায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূর নাম রানী খাতুন। তার মা সাতক্ষীরার তালা উপজেলার লাউতরা গ্রামের জোসনা বেগম এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর পাইকগাছার রাড়ুলী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চার বছর আগে রানী খাতুনের সঙ্গে খুলনা জেলার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের আইনুদ্দিন মালির ছেলে আশরাফুল মালী ওরফে আলী হামজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রী রানী খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে।
জোসনা বেগম অভিযোগে উল্লেখ করেন, যৌতুক না পেয়ে আলী হামজা একাধিকবার তার মেয়েকে হত্যার চেষ্টা চালিয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আলী হামজা তার শ্যালককে ফোনে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঐ রাতেই রানী খাতুনকে মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পুলিশি সহায়তায় অসুস্থ অবস্থায় মেয়েকে উদ্ধার করা হয় এবং বর্তমানে রানী খাতুন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রাড়ুলী পুলিশ ক্যাম্পের এএসআই মো. রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রানী খাতুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের দাগও লক্ষ্য করা গেছে। পরবর্তীতে তাকে তার পরিবারের কাছে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে।