শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ও শান্তিপূর্নভাবে পালনে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি আরও বলেন আমাদের রাজনীতির অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশের নাগরিক এবং সমভাবে নিরাপত্তা ভোগ করার অধিকার রাখেন। তাই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়া বিএনপির সকল নেতাকর্মীর দায়িত্ব ও কর্তব্য।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। তিনি ২৫ সেপ্টেম্বর বিকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে রূপসা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত,খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ।
খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,আর্য্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুন্ডু।
রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,ও পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাসের পরিচালনায় বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
আরো উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, মোল্লা রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান,বনি আমিন সোহাগ,হুমায়ুন কবির শেখ,
শামীম আহমেদ জমাদ্দার,খান আনোয়ার হোসেন, খন্দকার শরিফুল ইসলাম,এস এম আ. মালেক,শেখ আবু সাঈদ,আজিজুর রহমান,মিকাইল বিশ্বাস,কামরুল ইসলাম কচি,ফিরোজ মাহমুদ,হাকিম কাজী,শরিফুল বকুল, দিদার, গনেশ পাল,সৈয়দ মাহমুদ আলী,
মহিতোষ ভট্টাচার্য,পূজা পরিষদ নেতা মনিশংকর রায়,লিটন বিশ্বাস খোকন,পূজা ঐক্য ফ্রন্ট নেতা সমীর সাহা, গোবিন্দ দাস,
শাহ জামান প্রিন্স,মন্দির কমিটির বাসুদেব পাল,লিটন মল্লিক,নৃপেন্দ্রনাথ রায়,সুকুমার বৈরাগী,মাধব পাল,প্রান গোপাল বিশ্বাস'সহ সকল পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।