জয়পুরহাট মহিউস সুন্নাহ নুরানী মাদ্রাসা এন্ড স্কুলের ২য় সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। মাদ্রাসা ও স্কুলকে আদর্শ শিক্ষার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই প্রকৃত মানুষ তৈরি সম্ভব।
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতা। তাদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন। তিনি শিক্ষার্থীদের মনোবল দৃঢ় রেখে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ফল প্রকাশ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।