জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড়াইল ইউনিটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরীব এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ বায়েজীদ বোস্তামী।
এছাড়াও বক্তব্য রাখেন—
ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আঃ ওয়াদুদ,শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আবু জার গিফারী, যুব বিভাগের সভাপতি মোঃ শাকিব হোসেন,
ইউনিয়ন কর্মপরিষদ সদস্য আঃ বারীক সোহাগ,৩নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহিনুর রহমান।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।