মাগুরায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের পাশাপাশি সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।