পাইকগাছার গদাইপুর ইউনিয়নের নুতন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজন পোল্ট্রি মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এ আদালত পরিচালনা করেন। এসময়ে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী সাইফুল গাজী, মাজেদ গাজী, আয়ুব মালী ও মুজিবর গাজীকে প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউশন কর্মকর্তা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও হিরম্ময় প্রমুখ।
এদিকে জনস্বার্থে ও জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।