বাগেরহাটের রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সদর নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নির সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম, এ সবুর রানা, বিশেষ অথিতির বক্তব্য দেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রিজিয়া পারভিন, উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, ছবি রানী প্রমুখ।
ত্রৈমাসিক সভায় বিগত সভার কার্যবিবরণী তুলে ধরে আগামী দিনে সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। এর পূর্বে একই দিন সকাল ১০ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়।