বরগুনার তালতলীর গেন্ডামাড়া গ্রামে জোর পূর্বক জমির আইল কাটায় বাধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।এতে আহত্বরা হলেন গেন্ডামাড়া গ্রামের মৃত্যু হোসেন হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৫৫),তার স্ত্রী হামিদা বেগম (৪৫),ও মৃত্যু আঃ রব এর ছেলে রিয়াজ (৪০)।
শনিবার বিকেল ৫ টায় বাড়ির পার্শবর্তী কোলায় বসে এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।আহত সূত্রে জানাজায়, ইব্রাহিম হাওলাদারের সাথে ৩ বিঘা জমি নিয়ে পার্শবর্তী নাসির তালুকদার বিরোধ চলে আসছে।এ নিয়ে স্থানীয়ভাবে শালিস মিমাংসার করার চেষ্টা করলে স্থানীয় চেয়ারম্যান পনু সিকদার ও এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে শালিস মিমাংসা করে রোয়েদার করে দেয়।
আহত সূত্রে আরো জানায়, প্রতিপক্ষ নাসির তালুকদার শালিস মিমাংসা না মেনে পুনরায় সেই জমি দখলের চেষ্টা করে।স্থানীয় দেলওয়ার ও তার বোন আলেয়ার কাছ থেকে ইব্রাহিম, ভাগিনা হাবিব,ও নাতি রিয়াজ দির্ঘদীন আগে ৩ বিঘা জমি ক্রয় করে।এর কিছুদিন পর নাসির তালুকদার সেই জমি দলিল করে।আর নিয়ে বিরোধ চলে আসছে।
আর এই বিরোধের জেরকে কেন্দ্র করে শনিবার বিকেলে নাসির তালুকদার সেই জমির আইল কাটতে গেলে এতে বাধা দিতে আসে ইব্রাহিম, তার স্ত্রী হামিদা ও রিয়াজ।এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে নাসির তালুকদার, জাহাঙ্গীর, নাঈম,সবুজ, মাহাবুব, আলমগীর,শাহানাজ,ছালমা,ফারজানা সহ অজ্ঞাত ৮-১০ জন ধারালা দা, রামদা, রড, লোহার পাইপ নিয়ে ইব্রাহিম, তার স্ত্রী হামিদা ও নাতি রিয়াজের উপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা ইব্রাহিম, হামিদা ও রিয়াজ কে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় প্রতিপক্ষ নাসির তালুকদার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহতদের পক্ষথেকে মাললা দায়েরের প্রস্তুতি রয়েছে।