বিজয় রায় রানিশৈংকল ঠাকুরগাঁও প্রতিনিধি:-
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এ দিন থেকে দেবীপক্ষের শুরু । শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহাদেবীপক্ষেরলয় হিসেবে পরিচিত। আর এই চনাডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া।
পুরাণ মতে, এ দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই মায়ের পূজার আর ৬ দিনের প্রতীক্ষা ।এই দিনে মায়ের চক্ষুদান করা হয়।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গা পূজা শুরু হলেও মুলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দ ধ্বনি শুনা যাবে। আগামী ২ অক্টোবর বিজয়া দশমির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘঠবে। পূজার এই সূচনাটি সারাদেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। ভোর থেকে উলুধ্বনি, শঙ্খ, ঢাকাসহ সারাদেশে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে দেবীর আগমণ বার্তা।