আজাদ হোসেন স্টাফ রিপোর্টার:-
চুয়াডাঙ্গায় পৃথকভাবে বেসরকারি সাহায্য সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ' এর ৩৬৪ ও ৩৬৫ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়ায় ও জীবননগরের পোস্ট অফিস পাড়ায় পৃথক দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ হেড অফিসের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার আবদুল্লাহ আল মঈদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজ'এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সদস্য রোমানা খাতুনের হাতে ঋণ বিতরণের ১ লাখ টাকার চেক তুলে দিয়ে নতুন এই শাখার উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গার জুনিয়র জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অফিসের সাব জোনাল ম্যানেজার শামীম আজাদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার আবু জাহিদ, দর্শনা শাখার ম্যানেজার আলী নুর ইসলাম, চুয়াডাঙ্গা-১ জীবননগর শাখার ম্যানেজার মেহেদি হাসান, চুয়াডাঙ্গা-২ শাখার ম্যানেজার আব্দুল আওয়াল।
এসময় প্রধান অতিথি আব্দুল্লাহ আল মঈদ বলেন বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। দেশের ৫৭ জেলায় ৩৬৫ টি শাখার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা এবং দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে।