উখিয়া উপজেলার কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন সহ-সভাপতি প্রার্থী অপু বড়ুয়া। বাজার এলাকায় তার বেশ জনপ্রিয়তা দেখা যাচ্ছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি পদ প্রার্থী অপু বড়ুয়ার গণসংযোগ বেশ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রচারণা হচ্ছে । এসময় অপু বড়ুয়াকে বেশ উৎফুল্ল মনে দেখা গেছে। তার এই গণসংযোগ ও প্রচারণায় আনন্দিত ব্যবসায়ীরা এমনটাই মনে করছেন একাধিক ব্যবসায়ীরা।
এদিকে নির্বাচনী প্রাচারণার গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী নুর আহাম্মদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিক, সংবাদকর্মী নুর মোহাম্মদ সিকদার প্রমূখ।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রার্থী অপু বড়ুয়া এ প্রতিবেদককে বলেন, আমি বাজারের প্রতিটা ব্যবসায়ী ভাইদের কাছে যাচ্ছি। তাদের খোঁজ খবর রাখছি এবং ব্যবসায়ী ভাইদের সাথে নির্বাচন নিয়েও খোলা মেলা আলাপ করছি।
তিনি আরো বলেন, বাজার ব্যবসায়ী ভাইদের সাথে গণসংযোগ করে আমি বেশ আশাবাদী তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমার জন্য সকলে দোয়া করবেন ।বলে জানান অপু বড়ুয়া।