আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আজহার এর নেতৃত্বে শ্রীপুর পূজা কমিটির সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২০ সেপ্টেম্বর শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন সরকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল কুমার সাহা অধ্যক্ষ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ, অপুর্ব কুমার মিত্র,সভাপতি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়াও শ্রীপুর উপজেলার পুজা মন্ডেপের সভাপতি ও সম্পাদক মহোদয়গন উপস্থিত ছিলেন।