নিখোঁজ সংবাদ। পরশ নামের ছেলেটিকে গত কয়েক দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন ছেলেটি কে খুঁজে পেতে।
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের নারকেলী চাঁদপুর গ্রাম থেকে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ এর (ভোর) সকালের দিকে মো. পরশ (২৮) নামের ছেলেটি তার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে।
নিখোঁজের পরিবার বলছে সে মানসিক ভারসাম্যহীন
প্রতিবন্ধী (পাগল) এমনকি তার ব্রেনে সমস্যাও আছে।
নিখোঁজ ছেলেটি বাসা থেকে বের হওয়ার সময় খালি গায়ে ও একটা সাদা শাল'চাদর ছিলো-গায়ের রং ফর্সা।
যদি কেউ পরশ নামের ছেলেটির সন্ধান পান তাহলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ০১৯২৫ ৫৩১ ৭৪৯...