জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর পূর্ব করিয়া কদুবাড়িমবাইতুন নূর জামে মসজিদের ৩য় তলা ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,
পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার,আয়মা রসূলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আহম্মদ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসাহী হারুনুর রশিদ,আয়মা রসূলপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মুরশিদুল আলম সোহাগ,ইউনিয়ান পেশাজীবি বিভাগের সভাপতি নূহ নাজিউল হক,অত্র মসজিদের ঈমাম মাওলানা আবুল বাশার,মসজিদ কমিটির সভাপতি গোলাম রব্বানী,সেক্রেটারী সোহেল রানা সহ স্থানীয় বিভিন্ন স্তরের গুণীজন, মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মসজিদ হলো ইসলামী সমাজের প্রাণকেন্দ্র। এ মসজিদে ছাদ ঢালাই কাজের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আমরা সবাই মিলে এ মসজিদকে আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
উপস্থিত বক্তারা মসজিদ উন্নয়ন কাজে এগিয়ে আসার জন্য কমিটি সহ এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।