খুলনার ফুলতলা উপজেলার দামোদর (কারিকর পাড়া) এলাকার বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে এই অস্ত্রবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মসজিদের বারান্দার ডান পাশে থাকা খালি কফিন বক্সের উপর রাখা পুরোনো নামাজের চট ও সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরিত্যক্ত ওই অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি পাওয়া যায়।
ওসি মো. জেল্লাল হোসেন বলেন, "অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে তা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ কৌশলে এগুলো মসজিদের বারান্দায় লুকিয়ে রেখেছিল।
কে বা কারা এই অস্ত্র সেখানে রেখে গেছে,তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৪১, তারিখ- ১২/০৯/২৫) করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় উপাসনালয়ের মত একটি পবিত্র স্থানে অস্ত্র গচ্ছিত রাখার ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।