ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় ১১সেপ্টেম্বর বৃহস্পতিবার ০৫.১০ অফিসার ইনচার্জ ঘটিকার মোঃ আল-মামুন সরকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, কিলো-১২ ডিউটিতে নিয়োজিত এসআই(নিরস্ত্র)/আনোয়ার হোসেন, বাজার-১২ ডিউটিতে নিয়োজিত, এএসআই(নিঃ) শরীফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ধোবাউড়া থানাধীন ধাইরপাড়া সাকিনস্থ পানির ট্যাংকির পার্শ্বে কলসিন্দুর টু ধোবাউড়া পাকা রাস্তার উপর থেকে ৬৫ বোতল ভারতীয় মদ যার মোট মূল্য-২৬৪,০০০/-(দুইলক্ষ চৌষট্টি হাজার) টাকা, ০২ টি প্রাইভেট কার যার মূল্য অনুমান ৩০,০০,০০০/- টাকা সহ ০৪ জন আসামী ১। আলামিন (৩২), ২। রুবেল (৩৪), ৩। মোঃ সাইফুল (২২), ৪। মোঃ হাবিকুল ইসলাম (৩৫) দেরকে গ্রেফতার করা হয় । জব্দকৃত আলামত সর্বমোট মূল্য-৩২,৬৪০০০/- টাকা । উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।