শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
আল্লাহর হুকুম তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হেযবুত তওহীদ জেলা শাখার আয়োজিত ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জসেব উদ্দীনের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। এসময় প্রবন্ধ উপস্হাপক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্হার রূপরেখা তুলে ধরেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানার সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানার সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর ও আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান। গোলটেবিল বৈঠকে সাংবাদিক ও হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ,। তিনি উল্লেখ করেন, বলেন "আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না।"
আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবনব্যবস্থাকেই আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরেন তিনি। তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে।
আরও বলেন, একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনি; বরং সংঘাত ও বৈষম্য তৈরি করেছে। একমাত্র আল্লাহর জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। প্রকৃত বাক-স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের গ্যারান্টি নিহিত রয়েছে কোরআনের বিধানেই।”