খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বর পাশা এলাকায় ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন (১৩) অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের ছেলে শাওন গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপ্রত্যাশিত এ মৃত্যুর ঘটনায় শাওনের পরিবার ও আশপাশের মানুষ কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, শাওনের মা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন।
তাৎক্ষণিক পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।