খুলনার পাইকগাছা উপজেলার লাঙ্গলমোড়া গ্রামে অনামিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার ৭ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত অনামিকা সরকার স্থানীয় বাসিন্দা মনিমোহন সরকারের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনামিকার পরিচিতজনদের দাবি, তিনি ছিলেন দৃঢ়চেতা ও জীবনমুখী একজন মানুষ। তাই তার মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাইকগাছা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।